Home / জাতীয় / শাহবাগে জনতার ঢল

শাহবাগে জনতার ঢল

কাদের মোল্লার ফাঁসির রায় রাতেই -এই খবর বাতাসের আগেই যেন ছড়িয়ে পরেছে সারা দেশে, সারা বিশ্বে। ঢাকা মহানগরীতে এই অবরোধ হরতালের মধ্যেও রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। গন্তব্য একটাই শাহবাগ।
মঙ্গলবার রাত ১২ টার পর তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। এরপর থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ সামাজিক সেবামূলক সংগঠনের খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে শাহবাগের দিকে।
‘কফিন রেডি বডি চাই, রাজাকারের ফাঁসি চাই’ এ ধরনের বিভিন্ন শ্লোগানের প্লাকার্ড নিয়ে শাহবাগ এখন শ্লোগানে শ্লোগানে মুখর।
এরই মধ্যে গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা শাহবাগে এসে উপস্থিত হয়েছেন। তারা আজ সারারাত শাহবাগে অবস্থান করবেন বলেও জানা গেছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, ‘যতক্ষণ পর্যন্ত ফাঁসির রায় কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো। এ অপেক্ষা শুধু আমাদের একার নয়, এ অপেক্ষা আমাদের পুরো জাতির।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ