মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডাদেশ পাওয়া কাদের মোল্লার ছেলে হাসান জামিল বলেছেন, ”রাজনৈতিক কারণে আমার বাবাকে ফাঁসি দেয়া হচ্ছে। এটা রাজনৈতিক হত্যাকাণ্ড।”
মঙ্গলবার রাত ৮টা ৫১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কাদের মোল্লার সাথে শেষ সাক্ষাৎ করে আসার পর জামিল সাংবাদিকদের এ কথা বলেন। আদালত থেকে তারা রায়ের কপিও পাননি বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ”কারাবিধি অনুযায়ী চূড়ান্ত রায়ের ২১ দিন পর এবং ২৮ দিনের আগে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও সরকার তড়িঘড়ি করে দণ্ড কার্যকর করছে। তারা হঠাৎ আমাদের ডেকে এনে ফাঁসি কার্যকর করছে। এটা হত্যার শামিল।”