Home / জাতীয় / পোশাক শ্রমিকদের মজুরির গেজেট প্রকাশ

পোশাক শ্রমিকদের মজুরির গেজেট প্রকাশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা রেখেই গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়। পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীর জন্য ‘নিম্নতম মজুরি বোর্ড’-এর সুপারিশ অনুযায়ী এই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে, ১ ডিসেম্বর থেকে এই মজুরি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

গেজেটে তফসিল ‘ক’ অনুযায়ী মোট সাতটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন গ্রেডে পাঁচ হাজার ৩০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বনিম্ন গ্রেডের মূল বেতন হবে তিন হাজার টাকা। এর সঙ্গে বাড়িভাড়া মূল বেতনের ৪০ শতাংশ, অর্থাত্ ১২০০ টাকা, চিকিত্সা ভাতা ২৫০ টাকা, যাতায়াত ভাতা ২০০ টাকা ও খাদ্য ভাতা ৬৫০ টাকা যোগ হবে।

গেজেটে বলা হয়, মূল মজুরির ৫ শতাংশ হারে বাৎসরিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে। এছাড়া পরবর্তী বছর এ বৃদ্ধি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে।

সর্বোচ্চ গ্রেড-১ বেতন ধরা হয়েছে ১৩ হাজার টাকা, গ্রেড-২ তে ১০ হাজার ৯০০ টাকা, গ্রেড-৩ তে ৬ হাজার ৮০৫ টাকা ধরা হয়েছে। গ্রেড-৪ এ ধরা হয়েছে ছয় হাজার ৪২০ টাকা, গ্রেড-৫ এ ধরা হয়েছে ৬ হাজার ৪২ টাকা, গ্রেড-৬ এ ধরা হয়েছে ৫ হাজার ৬৭৮ টাকা এবং সর্বনিম্ন গ্রেড-৭ এ বেতন ধরা হয়েছে ৫ হাজার ৩০০ টাকা।

গেজেটে শ্রমিকদের শিক্ষানবিশকাল ধরা হয়েছে তিন মাস। এ সময়ে তিনি মোট ৪ হাজার ১৮০ টাকা পাবেন। শ্রমিকদের পাশাপাশি কর্মচারীরা চারটি গ্রেডে বেতন পাবেন। গ্রেড-১ এ ১০ হাজার ২০০ টাকা, গ্রেড-২ তে ৮ হাজার ১০০ টাকা, গ্রেড-৩ তে ৭ হাজার ৪০০ টাকা এবং গ্রেড-৪ এ মোট ৫ হাজার ৬৫০ টাকা বেতন ধরা হয়েছে।

কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল ধরা হয়েছে ছয় মাস। এ সময়ে তারা মোট ৪ হাজার ৩২০ টাকা বেতন পাবেন। উভয় ক্ষেত্রে কাজের মান সন্তোষজনক হলে তারা গ্রেডভুক্ত হবেন বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

গেজেটে খাদ্য ভাতা প্রতিদিন ২৫ টাকা হারে ২৬ কর্ম দিবসে ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ইতোমধ্যে যে সকল শিল্প প্রতিষ্ঠান অধিক হারে খাদ্য ভাতা প্রদান করে আসছে তা কমানো যাবে না।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ