Home / জাতীয় / সোবহানবাগে পুলিশ-শিবির ধাওয়া পাল্টা ধাওয়া

সোবহানবাগে পুলিশ-শিবির ধাওয়া পাল্টা ধাওয়া

pরাজধানীর সোবহানবাগে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিবির কর্মীরা পুলিশের পিকআপ ভ্যানে আগুন দেয় ও কয়েকটি গাড়িতে ভাঙচুর করে।

সোমবার রাতে শিবির কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় শিবির কর্মীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পাল্টা ধাওয়া দেয়। এছাড়া শিবির কর্মীরা পুলিশের পিকআপ ভ্যান ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ তাদের ওপর ধাওয়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শিবির কর্মীরা পুলিশের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। এর এক পর্যায়ে শিবির কর্মীরা পালিয়ে যায়।

তবে এ ঘটনায় পুলিশ কোনো শিবির কর্মীকে আটক করতে পারেননি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ