যশোরে নগর ছাত্রদল সহ সভাপতি কবির হোসেন পলাশকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় শামসুজ্জামান রিন্টু (৩০) নামে অপর এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরের জজকোর্ট মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
নিহত পলাশ শহরের ভোলাট্যাঙ্ক রোড এলাকার মহিদুল ইসলামের ছেলে এবং আহত রিন্টু শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে পলাশ, রিন্টুসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী জজকোর্ট মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে পলাশের মাথায় ও রিন্টুর পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর অবস্থায় পলাশ ও রিন্টুকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর পলাশের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ রিন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।