শনিবার ভোররাতে শান্তিনগর ও বংশাল এলাকা থেকে ছাত্রদল নেতা উজ্জ্বল হোসেন (২৬) এবং সোহেল চাঁনকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উজ্জ্বল ঢাকার ৭০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। সোহেল বিএনপি সমর্থিত ছাত্র সংগঠনটির কর্মী।
গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এরা হরতালে বংশাল, কোতোয়ালি,সূত্রাপুর, পল্টন, মতিঝিল, রমনাসহ বিভিন্ন এলাকায় গাড়ি পেড়ানোর সঙ্গে জড়িত।
“গত ২৮ নভেম্বর সংগঠনের নেতাদের নির্দেশেই তারা শাহবাগে বাসে আগুন দিয়েছিল বলে স্বীকার করেছে। তারা বলেছে, সেদিন এ ঘটনায় তারা ছয় জন অংশ নিয়েছিল।”
শাহবাগে বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে ইতোপূর্বে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।
এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও আসামি।
গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, “কারা এসব ঘটনার অর্থের জোগান দেয়, নির্দেশ দেয়, গ্রেপ্তাররা তাদের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছে।”
তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
অবরোধের মধ্যে শাহবাগে গাড়িতে দেয়া আগুন ১৮ জন অগ্নিদগ্ধ হন, এর মধ্যে তিনজন মারা গেছেন।