র্যাব-পুলিশের উপস্থিতি এবং নেতা-কর্মী ও সাংবাদিকদের ভিড়ের মধ্যে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারিধারায় এরশাদের বাড়িতে হাজির হন জাতীয় দলের এই ক্রিকেটার।
কালো রংয়ের একটি টয়োটা এলিয়ন গাড়ি থেকে নেমে র্যাপিং পেপার মোড়ানো একটি প্যাকেট নিয়ে সাকিবকে ঢুকতে দেখা যায়।
এরশাদের বাড়ির নিচে অবস্থানকারী জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা হাত মেলাতে চাইলেও সবাইকে এড়িয়ে যান তিনি।
১৫ মিনিট পর বেরিয়ে কারো সঙ্গে কোনো কথা না বলে চলে যান সাকিব। উপস্থিত সাংবাদিকদের সব কৌতূহলও এড়িয়ে যান তিনি।
এরপর এরশাদের একান্ত সচিব খালেদ আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,আগামী ১৫ ডিসেম্বর সাকিবের বিবাহ উত্তর সংবর্ধনা। ওই অনুষ্ঠানের দাওয়াত দিতে তিনি এসেছিলেন।
নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর নাটকীয় এক ঘোষণায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর থেকে আলোচনায় রয়েছেন এরশাদ।