Home / জাতীয় / খালেদার বাসায় তারানকো

খালেদার বাসায় তারানকো

downloadবিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন সফররত জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকো। বিএনপি চেয়ারপাসনের গুলশানের বাসভবনে এ বৈঠক চলছে। এর আগে সন্ধ্যা ৭টায় তারানকোর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল বিরোধী নেতার বাসভবনে যান। প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নীল ওয়াকার। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ