বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শনিবার সন্ধ্যায় গুলশান তাঁর বাসভবনে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো বৈঠক করবেন।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শাইরুল কবীর খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তারানকোর বৈঠক করার কথা রয়েছে।
নির্বাচনের আগে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আগামীকাল শুক্রবার ঢাকা সফরে আসছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো।