Home / জাতীয় / সিদ্ধান্ত পরিবর্তনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই : এরশাদ

সিদ্ধান্ত পরিবর্তনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই : এরশাদ

জাতীয় পার্টির চেয়ার‌ম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তিনি তার অবস্থান থেকে সরবেন না। যত চাপই আসুক না কেন তিনি তার সিদ্ধান্তে অনড় থাকবেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তেই রয়েছেন কি না- জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত থেকে ফিরে গেলে মৃত্যু ছাড়া কোনো পথ নেই।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে তিনি তার বাসা থেকে নেমে প্রেসিডেন্ট পার্কের সামনে অবস্থানরত সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রীদের পদত্যাগপত্র সম্পর্কে তিনি বলেন, আমার কাছে সবার (মন্ত্রী) পদত্যাগপত্র রয়েছে, সবাই আমাকে পদত্যাগপত্র দিয়েছেন। আশা করি, রাষ্ট্রপতির সঙ্গে পরশু (শনিবার) দেখা হবে। যখন দেখা হবে, তার কাছে তা দিয়ে দেব।

এরশাদ এক প্রশ্নের জবাবে বলেন, সরকার থেকে চাপ আছে। কিন্তু আমি আমার অবস্থানেই আছি। আমার কথা পরিবর্তন করলে জনগণ আমার মুখে থুতু দেবে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ