Home / জাতীয় / এরশাদ বললেন, ‘তোমরা প্রস্তুত থাকো’

এরশাদ বললেন, ‘তোমরা প্রস্তুত থাকো’

রংপুরে জাতীয় পার্টি আয়োজিত বিশাল জনসভায় টেলিফোন বক্তৃতায় এরশাদ বলেছেন, আমার বাসায় র‌্যাব-পুলিশ কেনো? তোমরা প্রস্তুত থাকো। যে কোন নির্দেশ দিলে তা পালন করো। তোমরা যারা মনোনয়নপত্র দাখিল করেছে তা তুলে নাও। দুপুর দুটায় বিশাল বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পার্টি অফিসে এসে সমাবেশ করে। সমাবেশে মহানগর ও জেলা জাপার সভাপতি মসিউর রহমান রাঙ্গার বক্তব্যের শেষে এরশাদ টেলিফোনে বক্তব্য দেন। এরশাদের বক্তব্য চলাকালে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ