সোমবার বিকেল পর্যন্ত নীলফামারীর চার সংসদীয় আসনে ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ৪টি, নীলফামারী-২ (সদর) আসনে ১টি, নীলফামারী-৩ (জলঢাকা-কিশোরগঞ্জ) আসনে ৩টি, নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে ৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
জানা যায়, এসব মনোনয়নপত্র নীলফামারী-১ আসনে বর্তমান সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, ডোমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, নীলফামারী-২ আসনে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে অধ্যাপক গোলাম মোস্তফা, মেজর (অব.) রানা সোহেল ও জেলা জাসদ সভাপতি (ইনু) অধ্যাপক আজিজুল ইসলাম, নীলফামারী-৪ আসনে সংসদ সদস্য কর্নেল (অব.) মারুফ সাকলান, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শওকত চৌধুরী ও শিল্পপতি আমিনুল ইসলাম সংগ্রহ করেন।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, ১২টি মনোনয়নপত্রের মধ্যে নীলফামারী-৪ আসনে কর্নেল (অব.) মারুফ সাকলানের নামে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা ও নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকারের নামে ডোমার এবং ডিমলা উপজেলা থেকে দু’টি করে মনোনয়নপত্র বিক্রি করা হয়।
প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নীলফামারী-১ আসনে ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসনে আসাদুজ্জামান নূর, নীলফামারী-৩ আসনে অধ্যাপক গোলাম মোস্তফা ও নীলফামারী-৪ আসনে কর্নেল (অব.) মারুফ সাকলান এবং জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী-২ আসনে জয়নাল আবেদীন, নীলফামারী-৩ আসনে কাজী ফারুক কাদের ও নীলফামারী-৪ আসনে শওকত চৌধুরীকে ঘোষণা করা হয়েছে।