Home / জাতীয় / লালমনিরহাটে বাণিজ্যমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল

লালমনিরহাটে বাণিজ্যমন্ত্রীর বাসা লক্ষ্য করে ককটেল

JM-kader20131202125717লালমনিরহাট শহরের সদর হাসপাতাল রোডে অবস্থিত বাণিজ্যমন্ত্রী ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিএম কাদেরের বাসা লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন জানান, ভোরে মন্ত্রীর বাসা লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো (দুপুর সাড়ে ১২টা) কোনো মামলা হয়নি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ