Home / জাতীয় / নারী প্রার্থীদের সাক্ষাতকার নেবেন এরশাদ
রবিবার থেকে নারী সংরক্ষিত আসনের মনোয়নপত্র বিক্রি শুরু

নারী প্রার্থীদের সাক্ষাতকার নেবেন এরশাদ

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপত্র আগামীকাল শুক্রবার থেকে আবেদনপত্র বিক্রি শুরু হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী রবিবার ১৯ জানুয়ারি থেকে আবেদনপত্র বিকেল ৫ টা পর্যন্ত বিক্রি হবে। পরেরদিন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বেলা ১১টা থেকে প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের জন্য পাঁচ হাজার টাকা দলীয় তহবিলে জমা দিতে হবে বলে জানা গেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ