Home / জাতীয় / হাসিমুখে উত্তর দিলেন খালেদা জিয়া
খালেদা জিয়া

হাসিমুখে উত্তর দিলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দিয়ে তার উত্তর দিয়েছেন।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আজ বিকেল ৪টায় বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সংবাদ সম্মেলনে যথারীতি তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তবে অন্যান্য দিনের মতো তিনি বক্তব্য শেষ করেই উঠে যাননি।

আজ খালেদা জিয়াকে সংবাদ সম্মেলনে অনেক দৃঢ় প্রত্যয়ী ও হাসি মুখে দেখা গেছে।

সাংবাদিকরা মোট ৫টি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। জামায়াত,সহিংসতা,সংলাপ ও বিএনপির সাংগঠনিক অবস্থা বিষয়ে সাংবাদিকরা প্রশ্নগুলো করেন।

খালেদা জিয়া হাসিমুখে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। একসঙ্গে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করতে দাঁড়িয়ে যাওয়ায় তিনি কারো প্রশ্নই ঠিকমতো শুনতে পাচ্ছেন না বলে জানান।

এই সময় তিনি বলেন, আগামী দিনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করার জন্য কোন মাইক্রোফোনের ব্যবস্থা ছিলো না।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ