বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান এ তথ্য জানিয়েছেন।
বিরোধীদলীয় নেতার পদ হারানোর পর জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার এটিই হবে প্রথম বৈঠক। আর এ বৈঠকে সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচি নির্ধারণ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।