নতুন মন্ত্রিসভা কেমন হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভালোই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বিকেলে বঙ্গভবনে দশম জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, আমি সুস্থ আছি, সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) যাচ্ছি শিগগিরই ফিরবো।
সংসদের অংশ নেবেন কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশনে যখন এসেছি তখন পার্লামেন্টে অবশ্যই যাবো।
রোববার গঠিত মন্ত্রিসভা কেমন হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভালোই হয়েছে।
তবে অন্যান্য বিষয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে এড়িয়ে যান তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ও জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তবে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি মুখ খোলেননি।