নীলফামারী- ২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নেতাকর্মীরা শহরের চৌরঙ্গি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আসাদুজ্জামান নূরকে পূর্ণ মন্ত্রী করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা।