বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে শপথ শেষে সংসদীয় দলের নেতা নির্বাচন হওয়ার পর দলীয় এমপিদের সঙ্গে মতবিনিময়কালে ববি হাজ্জাজ প্রসঙ্গে সদ্য নির্বাচিত বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সে কে, তাকে সাইজ করতে হবে।
বৈঠককে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন বলেন, ম্যাডাম, ববি হাজ্জাজ হচ্ছেন আমাদের স্যারের বিশেষ উপদেষ্টা। তিনি জাতীয় পার্টিকে নিয়ে রিসার্চ করেন। তখন রওশন এরশাদ বলেন, সে কিসের রিসার্চ করে। এধরনের রিসার্চ আমরা অনেক করতে পারি। রওশন এরশাদ আরো বলেন, এই ছেলেটা কিছু দিন আগে দলের বিষয়ে অনেক কিছু করেছে। তাকে সাইজ করতে হবে। এ ধরনের ছেলে আর যেন দলের ভেতরে ঢুকতে না পারে। রওশন প্রশ্ন করেন, সে এখন কোথায়? এ সময় কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডাম, ববি এখন লন্ডনে।
প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় পার্টির নির্বাচনে না যাওয়ার ব্যাপারে ববি হাজ্জাজ দলের অবস্থান তুলে ধরেন। এরশাদ সিএমএইচে যাওয়ার পর তাঁকে র্যাব তুলে নিয়ে যায়। পরে তাঁকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়। ববি হাজ্জাজ ব্যবসায়ী মুসা বিন শমশেরের ছেলে।

'সে কে, তাকে সাইজ করতে হবে'