Home / জাতীয় / এরশাদ ছাড়াই জাতীয় পার্টির সাংসদদের শপথ গ্রহণ সম্পন্ন

এরশাদ ছাড়াই জাতীয় পার্টির সাংসদদের শপথ গ্রহণ সম্পন্ন

jatiyo party flagদশম জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫মিনিটে জাতীয় পার্টির নতুন সংসদদের অভিনন্দন জানিয়ে স্পিকার শপথবাক্য পাঠ করানো শুরু করেন। এসময় জাপার নব নির্বাচিত সাংসদরা শপথ বাক্য পাঠ করেন।

শপথ গ্রহণ শেষে সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। সংসদ সচিব আশরাফুল মকবুলের পরিচালনায় শপথ অনুষ্ঠান পরিচালিত হয়।

তবে শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও নির্বাচিত এমপি হুসেইন মুহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন না। এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি নাসিম ওসমানও শপথ গ্রহণ করেননি।

রওশন এরশাদের নেতৃত্বে, জাতীয় পার্টির মহসচিব রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদসহ এসময় জাপার ৩১ জন এমপি শপথ গ্রহণ করেন।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিনের অনুমতিক্রমে শপথগ্রহণ অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে দশম জাতীয় সংসদের নবনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এরপর স্বতন্ত্র ও অন্যান্য দলের এমপিরা শপথ নেন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ