নিউ ইয়র্ক টাইমস এর বিশেষ প্রতিনিধি ও এশিয়া অঞ্চলের পলিটিক্যাল এডিটর অ্যালেন বেরি সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার গ্রহণ করেন। এই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জামায়াতের সঙ্গে আমাদের কোনো স্থায়ী জোট নেই। এই মুহূর্তে আমি বলতে পারছি না। কিন্তু যখন সময় আসবে তখন দেখা যাবে। সময় আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত শুক্রবার তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাইলেও পুলিশ তাকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়। সাক্ষাৎকারে খালেদা জিয়া বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু তাদেরকে প্রথমে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সব সিনিয়র নেতারা কারাগারে রয়েছেন। এ ছাড়াও দলের বেশ কিছু সিনিয়র নেতা আত্মগোপনে রয়েছেন। তাই সরকারকেই পরিবেশ স্বাভাবিক করতে হবে।

খালেদা জিয়া