লালমনিরহাটে বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহম্মদ এরশাদ।
লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কাছে তিনি পরাজিত হয়েছেন।
নির্বাচন কমিশন থেকে বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ১ লাখ ৭৯ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর হুসেইন মুহম্মদ এরশাদ পেয়েছেন ৭ হাজার ৮২৭ ভোট।