নির্বাচনের নিরাপত্তার জন্য তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছে। রোববার সকাল থেকেই সরকারি টিএন্ডটি লাইন ছাড়া অন্যসব অপারেটরের মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে।
বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানান, নিরাপত্তার কারণে নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে পরই আবার চালু করা হবে।
এদিকে বান্দরবানে ভোটকেন্দ্রগুলো পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটাররাই বেশি আসছেন। তবে দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপিস্থিতি খুবই সামান্য।
শনিবার রাতে জেলার লামা, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ির বেশ কিছু এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব এলাকায় প্রশাসনের পক্ষ হতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।