Home / জাতীয় / জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাজির লাইফ সাপোর্টে, দোয়া কামনা

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাজির লাইফ সাপোর্টে, দোয়া কামনা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক এ কে এম নাজির আহমাদ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি গত ২৭ ডিসেম্বর গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসার পর ২ জানুয়ারি দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ এক বিবৃতিতে বলেন, অধ্যাপক এ কে এম নাজির আহমাদ আজ আট দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। আমি দেশে-বিদেশে অবস্থানরত তার আত্মীয়-স্বজন, গুনগ্রাহী এবং ইসলামী আন্দোলনের নেতা ও অগণিত কর্মীর নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ