লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার বিগত পাঁচ বছরে, বিশেষ করে ২০১৩ সালে বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের অনেকগুলি রেকর্ড ভঙ্গ করেছে। যেমন নির্বিচারে বিরোধী দলের উপর গুলি বর্ষণ করে হত্যা, গুপ্ত হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, সামাজিক অনাচার-অবিচার এবং সর্বক্ষেত্রে দলীয়করণ।
বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মানবাধিকার, ন্যায়বিচার, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা আজ ভূলুন্ঠিত। পক্ষান্তরে সমগ্র দেশ এক ধরনের রাজতন্ত্রের দ্বারা শাসিত হচ্ছে।
কর্নেল অলি তফসিল বাতিলের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এখনো সময় ফুরিয়ে যায়নি। নবম জাতীয় সংসদ এখনো বহাল রয়েছে। ত্যাগ স্বীকার করুন, এতে আপনার এবং আপনার দলের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পাবে।