Home / লাইফস্টাইল / পাঁচ সন্তানের মা হলেন সমকামী দম্পতি
পাঁচ সন্তানের মা হলেন সমকামী দম্পতি

পাঁচ সন্তানের মা হলেন সমকামী দম্পতি

লিজ আর নাদিয়া হ্যারিস সুখী সমকামী দম্পতি। কনেকটিকাটের এই দুই মেয়ে পাঁচ বছর আগে পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিলেন। সমকামী এই দম্পতি হওয়া সত্ত্বেও তখন থেকেই তাঁরা মা হতে চাইতেন। শুক্রাণুদাতার কাছ থেকে শুক্রাণু নিয়ে এর আগে আটবার মা হওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। প্রতিবারই ব্যর্থ হয়েছিলেন। কিন্তু নবম বারে আশাতীত ফল পেলেন তাঁরা। নাদিয়া একসঙ্গে পাঁচটি শিশুর জন্ম দিলেন। একই সাথে পাঁচ শিশু পেল দুজন মা ।

সন্তানের ইচ্ছায় কনেকটিকাট ছেড়ে নিউ ওরল্যান্সে চলে আসেন হ্যারিস দম্পতি। একজন ফার্টিলিটি ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা চলে নাদিয়ার। নাদিয়া স্বীকার করেছেন একসঙ্গে গর্ভে পাঁচ সন্তানের উপস্থিতির খবর পেয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যে মা হওয়ার অনুভূতি তাঁদের দুজনের মনে শান্তি নিয়ে আস। এই পাঁচ শিশুর নাম- ডসন, ম্যাক্সওয়েল, মিহা, জোসেফ ও এলিজাবেথ। এরা চলতি বছরের অক্টোবরে নিউ ওরল্যান্সের এক হাসপাতালে জন্ম গ্রহণ করে। এই পাঁচ শিশু এখন দুই মায়ের আদর যত্ন ভালোবাসায় বেড়ে উঠছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ