অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থযুক্ত সাবান ও পরিষ্কারকগুলো মানবদেহে অ্যান্টিবায়োটিক তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে– সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্যবিষয়ক সরকারি কর্তৃপক্ষ অ্যান্টিব্যাকটিরিয়াল পদার্থযুক্ত সাবান ও পরিষ্কারকগুলো শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে। এসব পণ্যের উপর নিরাপত্তা পর্যালোচনা চালাচ্ছে ফুড এ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রেশন (এফডিএ)।
সাধারণ সাবানের তুলনায় অ্যান্টিব্যাকটিরিয়াল সাবানগুলো বেশি নিরাপদ ও সংক্রমণের বিরুদ্ধে বেশি কার্যকর বলে দাবি করেন এ ধরনের পণ্য নির্মাতারা।
এ ধরনের পণ্যগুলোতে ব্যবহৃত উপাদানগুলো হরমনের মাত্রা বাড়াতে ও ড্রাগ-প্রুফ ব্যাকটেরিয়ার দিকে নির্দেশ দেয়।
এফডিএ জানিয়েছে, ২০১৪ সালের শেষের দিকে পণ্যগুলোর ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জমা দেবে নির্মাতারা।
এক বিবৃতিতে এফডিএর মাইক্রোবায়োলজিস্ট কলিন রজার্স বলেন, দীর্ঘদিন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহারের ফলে এর উপকারিতা শেষ হয়ে যায়। তরল সাবানে ট্রাইক্লোস্যান ও বার সাবানে ট্রাইক্লোস্যারবানের মতো উপাদানগুলো ব্যাকটেরিয়া প্রতিরোধে অবদান রাখে।
এই কেমিকেলগুলো হরমোনের উপর অপ্রত্যাশিত প্রভাব ফেলে। প্রাণীর ক্ষেত্রে হরমোনের পরিবর্তন দেখা গেলেও কিন্তু তা মানুষের জন্য কতটা প্রযোজ্য তা এখনও প্রমাণিত নয়।