Home / লাইফস্টাইল / খোঁচা দাড়ি নারীর পছন্দ !

খোঁচা দাড়ি নারীর পছন্দ !

পুরুষের দিন দশেকের খোঁচা খোঁচা দাড়ি নারীর বেশি পছন্দের। তবে বড় দাড়ির পুরুষকে তাদের কাছে মনে হয় স্নেহপরায়ণ বাবার মতোই। এক গবেষণায় এ দাবি করা হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির গবেষকরা ১০ জন পুরুষের ক্লিন শেভ, পাঁচদিনের খোঁচা দাড়ি, ১০ দিনের খোঁচা দাড়ি এবং পুরো দাড়িওয়ালা ছবি সংগ্রহ করেন। গবেষকরা ছবিগুলো ৩৫১ নারীকে দেখান। ছবির প্রতিজন সুপুরুষ, আকর্ষণীয় দেহের ও স্বাস্থ্যবান।

এর মধ্যে বেশির ভাগই নারীই দশদিনের খোঁচা খোঁচা দাড়িওয়ালা ছবির পুরুষকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে চিহ্নিত করেছেন। আর বড় দাড়িওয়ালা ছবির পুরুষকে চিহ্নিত করেছেন স্নেহপরায়ণ বাবার মতো। পাঁচদিনের খোচা দাড়িযুক্ত ছবির পুরুষ ছিল তাদের পছন্দের সর্বনিম্ন সারিতে।

গবেষকরা বলেন, দাড়ির আকার ও ঘনত্বের ওপর মুখের আকর্ষণ নির্ভর করতে পারে। আর দীর্ঘ দাড়ি নারীদের আকর্ষণ করে না বলেই মনে হয়।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ