Home / লাইফস্টাইল / মেয়েদের ডেটিং পরামর্শ দেন ওবামা
মেয়েদের ডেটিং পরামর্শ দেন ওবামা

মেয়েদের ডেটিং পরামর্শ দেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি মেয়েদের ডেটিং শুরুর বিষয়ে চিন্তিত নন। আর তিনি তাদের ওপর সবসময় চোখ রাখেন। ওবামার মালিয়া ও শাশা নামে ১৫ ও ১২ বছর বয়সি দুই মেয়ে আছে। তারা খুবই সুবোধ বলে এক টিভি শোতে মন্তব্য করেছেন ওবামা।

শুক্রবার প্রচারিত এক টিভি টক শোতে পরিবারের সবার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ওবামা বলেন, তার মেয়েদের পেছনে সবসময়ই বন্দুকধারি রক্ষী থাকে।

ইন্টারভিউতে ওবামা রসিকতা করে বলেন, ‘আমার দ্বিতীয়বার নির্বাচনের এটা প্রধান কারণ।’

প্রেসিডেন্ট থাকা অবস্থায় ওবামা তার মেয়েদের সাধারণের দৃষ্টি থেকে রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছে রয়টার্স। গত শুক্রবার ওবামা তার সম্পূর্ণ পরিবার নিয়ে দুই সপ্তাহের অবকাশ যাপনের জন্য হাওয়াই দ্বীপে রওনা দিয়েছেন।

ওবামা বলেন, ‘মেয়েরা খুব ভালো করছে। তবে তারা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে।’

ওবামা জানান, তার মেয়েদের সাধারণ জীবনে ফিরে আসার ব্যাপারে তিনি চিন্তিত। আর ভালো সম্পর্কের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি তাদের অনেক শিক্ষা দিয়েছেন।

ওবামা বলেন, ‘আমি তাদের বলেছি, যখন তরুণ ছেলেটা তোমাকে সম্মান করবে, তোমার খেয়াল রাখবে, তখন আমি আর মাতব্বরি করব না।’

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ