Home / লাইফস্টাইল / শীতে ঠোটের যত্ন
শীতে ঠোটের যত্ন

শীতে ঠোটের যত্ন

এখন শীতকাল। শীতের রুক্ষতা থেকে শরীরের ছোট অংশ ঠোঁটও বাদ পড়ে না। শীতের এ রুক্ষতা থেকে রেহাই পেতে অধিক যত্নবান হতে হবে। খেয়াল রাখতে হবে ঠোঁট যাতে বেশিক্ষণ ধরে শুষ্ক বা শুকনো না থাকে।

শীতে ঠোঁটের যত্নে বেশ কিছু টিপস দেওয়া হলো-

*দিনে কমপক্ষে ৩-৪ বার পেট্রলিয়াম জেলি, ক্রিম, গ্লিসারিন বা চ্যাপস্টিক জাতীয় তৈলাক্ত কিছু লাগানো অত্যন্ত জরুরি।

*অনেকেই ঠোঁট ভেজানোর জন্য জিভ ব্যবহার করে থাকেন, দাঁত দিয়ে ঠোঁট কামড়ান সেকারণেও ঠোঁট শুষ্ক ও রুক্ষ হয়। আবার নখ দিয়ে ঠোঁটের চামড়া টেনে তুললেও ঠোঁট শুষ্ক হতে পারে। এটা নিতান্ত বদ অভ্যাস। কারণ ঠোঁট এতে নরম তো হয় না বরং ঠোঁট ফাটার কারণ হয়ে দাঁড়ায়।

*মেয়েদের ক্ষেত্রে লিপজেল জাতীয় কিছু লাগিয়ে কিছুক্ষণ রেখে টিস্যু পেপার দিয়ে হালকা মুছে ভিটামিন ‘ই’ সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করা উচিত। যাদের ঠোঁটের রঙ কালো বা দাগ আছে তারা দু তিন ফোঁটা সমপরিমাণ গ্লিসারিন ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন।

*কাঠবাদাম বাটা ও দুধের সর একত্রে মিশিয়ে লাগালে ঠোঁট নরম থাকে,গোলাপের পাপড়ি বেটে সঙ্গে গ্লিসারিন মিশিয়ে লাগানো যেতে পারে।এতে ঠোঁটের কালো দাগ দূর করতে সাহায্য করে।

* চালের গুঁড়া সামান্য পানিতে মিশিয়ে প্রতি রাতে ঠোঁটে ব্যবহার করুন। ঠোটের ওপরের মরা চামড়া পরিষ্কার উঠে যাবে।

* ঠোঁটে খুব বেশি লিপস্টিক ব্যবহার না করাই ভালো আর যদি করতে হয় তাহলে ভালো ব্র্যান্ডের করা উচিত।

*এক সপ্তাহ রাতে শোয়ার সময় নারিকেল তেল, চন্দনবাটা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট নরম থাকবে।

*মেকআপের সময় লিপস্টিক লাগানোর আগে সবসময় কোনো কোল্ডক্রিম বা লিপবাম লাগানো উচিত।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ