ভুল ছাড়া কি মানুষ হয়? প্রতিটি মানুষই তো জীবনের নানান ধাপে কিছু না কিছু ভুল করেই থাকেন। বিশেষ করে আমাদের প্রতিদিনের জীবনে আমরা নানান রকম ছোটখাটো ভুল হরহামেশাই করে ফেলি। আর সেই ক্ষেত্রে ব্যাতিক্রম নয় নারীরাও। সব কাজ গুছিয়ে করার অভ্যাস থাকলেও প্রতিদিনের জীবনে কিছু ছোট খাটো মজার মজার ভুল করে ফেলেন অধিকাংশ নারী। আসুন জেনে নেয়া যাক নারীদের প্রাত্যহিক জীবনের মজার কিছু ভুল সম্পর্কে।
- অধিকাংশ নারীরাই উল্টো দিকে দরজা খোলেন। দরজায় যতই ‘টানুন’ কিংবা ‘ধাক্কা দিন’ লেখা থাকুক না কেন, উল্টো দিকে দরজা খোলার অভ্যাসটা অধিকাংশ সময়েই রয়ে যায় তাদের।
- তাড়াহুড়া করে একজনের বদলে আরেকজনকে মেসেজ দিয়ে ফেলার ভুলটি পুরুষের চাইতে অনেক বেশি করেন নারীরা। না দেখে কিংবা বেখেয়ালে ভুল চ্যাট বক্সে অথবা ভুল নাম্বারে ম্যাসেজ দিয়ে আফসোস করতে হয় অনেক নারীকেই।
- অধিকাংশ নারীই এটা-ওটা নেয়ার জন্য বেশ বড় ব্যাগ ব্যবহার করে। আর তাতেই ঘটে বিপত্তি। যতবারই ফোনটা বাজে তত বারই তন্নতন্ন করে ব্যাগ ঘেঁটে বের করতে হয় মোবাইল ফোনটি। সব সময়েই ব্যাগের ভেতরে মোবাইল হারিয়ে ফেলার ভুলটি করে থাকে অধিকাংশ নারী।
- অন্যের রিং টোন শুনে নিজের ফোন খোঁজার ভুলটি করে অনেক নারী। বাসে কিংবা ক্লাসে এই ভুলটি বেশি হয় তাদের। পুরুষেরা এই ভুল খুব কমই করেন।
- না বুঝেই অনেক সময় টাকা ধার দিয়ে ফেলে তাঁরা। কিন্তু পরে সেই টাকা চাইতেও লজ্জা পান বলে অধিকাংশ সময়েই ফেরত পান না ধার দেয়া টাকাগুলো।ছেলেরা আবার টাকার ক্ষেত্রে বেশ সোজাসাপটা।
- অনেক নারীই বেশ তাড়াহুড়ো করে কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করেন। আর তাই সরাসরি পাওয়ার বাটন চাপ দিয়ে বসার মত ভুলও করেন অনেকেই।
- বাসা থেকে তাড়াহুড়া করে বাইরে বের হওয়ার সময় প্রায়ই টাকার ছোট্ট ব্যাগটি নিতে ভুলে যান অনেক নারী।
- অধিকাংশ নারীর কম্পিউটারের ডেক্সটপই অনেক অনেক ফাইল দিয়ে ভরা থাকে। কম্পিউটার ধীর গতির হয়ে যাবে জেনেও বার বার এই ভুলটি করে তাঁরা।
- রান্না করার সময় অধিকাংশ নারীই টিভি দেখতে গিয়ে কিংবা ফেসবুক চালাতে গিয়ে চুলোর খাবারের কথা ভুলে যান। পুরুষেরা রাঁধতে গেলে খাবারের কথা কিন্তু মোটেও ভোলেন না!