Home / ইসলাম / সাইকেল চালিয়ে সৌদি আরব যাত্রা !!

সাইকেল চালিয়ে সৌদি আরব যাত্রা !!

বিস্ময়কর মনোবল ও আত্মবিশ্বাসের অধিকারী কালকিনির অধিবাসী ভ্রমনাসক্ত বর্ষিয়ান জাফর ফরাজীর (৬৫) এবার পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব সহ ৫ টি দেশ সফরের উদ্দেশ্যে বাইসাইকেল চালিয়ে যাত্রা শুরু করেছেন।
বৃহস্পতিবার ঝালকাঠি জেলা প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফেরার সময় স্থানীয় কয়েক সাংবাদিকের সাথে আলাপ কালে বাইসাইকেল চালিয়ে দেশভ্রমনকারী বর্ষিয়ান জাফর ফরাজীর তার এ যাত্রার কথা বলেন। নিউজ২৪সডট
জাফর ফরাজী আক্ষেপ করে জানান, বাইসাইকেল চালিয়ে পাকিস্তান প্রবেশের ভিসা না পাওয়ায় তার ঘুরতে হবে ৫টি দেশ। বাইসাইকেল চালিয়ে ইতিমধ্যে বাংলাদেশের ৬৪ জেলা দুইবার ভ্রমন করেছেন আর একবার ভারতের আজমীর শরীফ গিয়ে ময়েনউদ্দিন চিশতি (রা:) মাজার জিয়ারত করেছেন।
এবারে তেতুলীয়া বর্ডার হয়ে ভারত, সেখান থেকে চীন, আফগানিস্তান, ইরান, ইরাক হয়ে সড়ক পথে বাইসাইকেল চালিয়ে সৌদি পৌঁছবেন বলে তিনি জানান। তার এ যাত্রাকালে প্রায় ৩ মাস অধিক সময় লাগবে বলেও আশা প্রকাশ করেন।
ভ্রমন পিপাসু জাফর ফরাজী দেশ থেকে যাত্রার সময় প্রতিটি জেলা অতিক্রমকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিকট থেকে একটি প্রত্যয়ন পত্র সগ্রহ করে নিচ্ছেন বলে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে এসেছেন। ইতিমধ্যে তার পাসপোর্টে ৪টি দেশের ট্রানজিট ভিসা পেয়েছেন বলে জানিয়েছেন

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ