কুমিরে আক্রান্ত ছেলেকে বাঁচাতে এক পিতা খালি হাতে কুমিরের সঙ্গে যুদ্ধে নেমে গিয়েছিলেন। মারাত্মক জখম হলেও জয়ী হয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত গ্রাম মুতোকো’তে, দেশটির রাষ্ট্রিয় গণমাধ্যম ‘দ্য হেরাল্ডে’র বরাতে জানিয়েছে এনডিটিভি।
প্রকাশিত খবরে জানানো হয়, তাফাদজাওয়া কাচেরে ও তার ১১ বছর বয়সী ছেলে তাপিওয়া গত মঙ্গলবার বিকেলে একটি নদী পার হওয়ার চেষ্টার সময় একটি কুমির তাপিওয়ার পা কামড়ে ধরে।
সঙ্গে সঙ্গে কাচেরে কুমিরের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে দুহাতে ওর চোয়াল খোলার চেষ্টা করেন। এ সময় তিনি কুমিরের মাথায় পরপর মুষ্ঠাঘাত করেন ও জলজ গাছের ডগা দিয়ে কুমিরের চোখে খোঁচা দেন।
পাল্টা আক্রমণের মুখে কুমিরটি ছেলেকে ছেড়ে দিয়ে তার পিতাকে আক্রমণ করে। কুমির কাচেরের হাত কামড়ে ধরলেও তিনি লড়াই চালিয়ে যান এবং নিজেকে মুক্ত করেন।
কুমিরের আক্রমণে তাপিওয়া তার একটি পা হারিয়েছে এবং তার পিতা কাচেরের হাতে মারাত্মক জখম হয়েছে।
কিন্তু অসম যুদ্ধে জয়ী হয়ে দুজনেই প্রাণে রক্ষা পেয়েছেন।
জিম্বাবুয়ের গ্রামীণ এলাকায় প্রায়ই কুমিরের আক্রমণের ঘটনা ঘটে, বিশেষ করে বর্ষা মৌসুমে।