Home / আন্তর্জাতিক / রাশিয়ায় ফের বোমা বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ায় ফের বোমা বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ায় ফের বোমা বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার ভলগোগ্রাদে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক বৈদ্যুতিক বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার সকালে শহরের একটি ব্যস্ত বাজারের কাছে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এটাও একটি আত্মঘাতী বোমা হামলা।
রোববার একই শহরের এক রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হন। এ ঘটনার পর দেশজুড়ে রেলস্টেশন ও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা প্রহরা বাড়ানো হয়েছে। এরপরও দেশটির গণপরিবহনে বিস্ফোরণের ঘটনা ঘটল।
রাশিয়ায় তদন্ত কমিটির এক মুখপাত্র জানিয়েছেন, উভয় বিস্ফোরণের ঘটনাই এখন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বলে বিবেচিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সম্প্রচার সাংবাদিক ম্যাক্সিম আখমেতভ জানিয়েছেন, বিস্ফোরণের সময় বৈদ্যুতিক বাসটিতে যাত্রীদের ভিড় ছিল। সকালে তারা সবাই বের হয়েছিলেন কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশে।
বিস্ফোরণের হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। এক শিশুও নিহতদের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামি জঙ্গিগোষ্ঠী উত্তর ককেশীয় অঞ্চলে এ ধরনের হামলা করেছে।
মস্কো থেকে বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়তে ঠিক সোচিতেই বিস্ফোরণ না ঘটালেও, জঙ্গিরা দেশের অন্য স্থানে সহিংস ঘটনা ঘটাচ্ছে।
২০১৪ সালের অলিম্পিক গেমস রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমসকে সামনে রেখে জঙ্গিগোষ্ঠীর এমন সহিংস কার্যক্রমের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মস্কো।
উত্তর ককেশীয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। রাশিয়ার বড় শহরগুলোতেও জঙ্গি হামলা হয়েছে।
ভলগোগার্দ মস্কোর ৯০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সোচি শহর থেকে এ শহরের অবস্থান ৭০০ কিলোমিটার উত্তর-পূর্বে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ