ভারতে দিল্লিতে আবার গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঐতিহাসিক নগরী পন্ডেচেরিতে একই দিনে দুবার গণধর্ষেণের শিকার হয়েছেন এক তরুণী। বড় দিনের আগের দিন, মঙ্গলবার পন্ডেচেরির কারাইকালে এ ঘটনা ঘটে।
তিনজনের একটি দল নির্যাতনের পর রাস্তায় ফেলে যায় বলে আভিযোগ করেছেন ২১ বছর বয়সী ওই তরুণী। জ্ঞান ফিরে সাহায্যের জন্য বন্ধুর কাছে ফোন করার সময় সাত জনের আরেকটি দল এসে তাকে আবার নির্যাতন করে। পরে ওই তরুণীর বন্ধুরা একজনকে ধরে ফেলে।
পুলিশ জানায়, ওই তরুণীর অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। আর জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আভিযোগ নিতে অস্বীকার করায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।