ব্রাজিলের আমাজন রাজ্যে আদিবাসীদের একটি সংরক্ষিত এলাকায় হামলা চালিয়েছে স্থানীয় কৃষক ও কাঠুরেরা। সাম্প্রতিক সহিংসতার জের ধরে এ হামলা চালানো হয়েছে।
আমাজন রাজ্যের মানিকোর শহরের কাছে এ ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
হামলাকারী কৃষক ও কাঠুরেরা আদিবাসীদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর আগে তেনহারিম নামে অন্য একটি আদিবাসী নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা চেয়ে কাছের একটি সেনা ঘাঁটিতে আশ্রয় নেয়।
মানিকোর বাসিন্দারা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে ওই আদিবাসী গোষ্ঠীর সদস্যরা তিন ঠিকাদারকে অপহরণ করেছিল।
অপহৃত ওই তিন ব্যক্তিকে শেষ বার হুমাইতা টাউনের সংরক্ষিত আদিবাসী এলাকার কাছে দেখা গিয়েছিল বলে জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা চায়, অপহৃতদের উদ্ধারে পুলিশ আদিবাসী এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি করুক।
খুন হওয়া এক তেনহারিম নেতার লাশ পাওয়া যাওয়ার পর থেকে ওই দুটি শহরের বসতিস্থাপনকারী ও আদিবাসীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল।
কিছু বাসিন্দা মনে করেন, তেনাহারিম নেতার খুনের প্রতিশোধ নিতে ওই তিন ঠিকাদারকে অপহরণ করে আটকে রেখেছে আদিবাসীরা।
চলতি সপ্তাহের প্রথমদিকে, বসতিস্থাপনকারী স্থানীয়রা কয়েকটি ভবন জ্বালিয়ে দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বুধবার হুমাইতার প্রায় তিন হাজার বাসিন্দা নিখোঁজ ঠিকাদারদের উদ্ধার তদন্তের শম্বুক গতির অভিযোগ করে প্রতিবাদ শুরু করে। তারা সরকারি আদিবাসী মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তর ফুনাই দখল করে তিন ঘণ্টা সেখানে অবস্থান করে। পরে দপ্তরটিতে আগুন ধরিয়ে দেয়।
অন্যান্যরা সড়কের গাড়ি ও তেনাহারিমদের এলাকায় যাওয়ার কাজে ব্যবহৃত একটি নৌকা জ্বালিয়ে দেয়। তারা আদিবাসীদের একটি স্বাস্থ্যকেন্দ্রেও আগুন ধরিয়ে দেয়।
১২০ জন সেনাপুলিশ কর্মকর্তা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক করার জন্য চেষ্টা করছেন। হুমাইতায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রাজিলে প্রায়ই আদিবাসীদের সঙ্গে স্থানীয় বসতিস্থাপনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ভূমি, বনজ সম্পদ ও খনির অধিকার নিয়ে প্রায়ই দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়।