নিজের মিশন পূরণ হয়েছে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্সির প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেন।
গতকাল মঙ্গলবার ‘ওয়াশিংটন পোস্ট’ পত্রিকায় প্রকাশিত সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমার জন্য ব্যক্তিগত সন্তোষের দিক থেকে মিশন পূরণ হয়েছে। আমি জিতেছে।’
স্নোডেনের ভাষায়, ‘তিনি সমাজকে বদলাতে চান নি, বরং সমাজকে সুযোগ দিতে চেয়েছিলেন নিজেই নির্ধারণ করতে, নিজেকে বদলানো দরকার কি না।’
সংবাদ মাধ্যমকে স্নোডেনের দেওয়া দলিলপত্র জাতীয় নিরাপত্তা এজেন্সির প্রতি সমালোচনার জোয়ার বইয়ে দিয়েছে। তা বারাক ওবামার প্রশাসনকে মোবাইলে আঁড়িপাতার বিষয়টিকে নিয়ে ভাবতে বাধ্য করেছে।