Home / আন্তর্জাতিক / দ. সুদানে আরও শান্তিরক্ষী পাঠাচ্ছে জাতিসংঘ

দ. সুদানে আরও শান্তিরক্ষী পাঠাচ্ছে জাতিসংঘ

kala_sudan দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ বেনতিয়ু শহরটিতে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এদিকে জাতিসংঘ বলেছে, গুরুত্বপূর্ণ শহরগুলোতে সহিংসতা দিন দিন ছড়িয়ে পড়ায় সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নাগরিকদের রক্ষায় গোলযোগপূর্ণ অঞ্চলগুলোতে আরও শান্তিরক্ষী পাঠানোর কথা জানিয়েছে জাতিসংঘ। অপরদিকে দক্ষিণ সুদানের সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচার জানিয়েছেন, তিনিই হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। বিবিসি, আলজাজিরা।
দক্ষিণ সুদানের রাজধানী তেলসমৃদ্ধ বেনতিয়ুর নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি সেনারা। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ফিলিপ আগুয়ের রোববার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীতে বিদ্রোহী সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, বেনতিয়ু এখন আর আমাদের নিয়ন্ত্রণে নেই। সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচার সমর্থক সেনাদের নিয়ন্ত্রণে বেনতিয়ু। রিয়েক ম্যাচার ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজেকে দক্ষিণ সুদানের পরবর্তী নেতা বলে দাবি করেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট সালভা কির ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় রিয়েক ম্যাচার জড়িত বলে অভিযোগ করেন। রোববার আলজাজিরাকে রিয়েক ম্যাচার বলেন, তিনিই দেশটির পরবর্তী নেতা। তিনি বলেন, রাজধানী এখন বিদ্রোহী সেনাদের নিয়ন্ত্রণে। দক্ষিণ সুদানে সংঘর্ষ যতই বাড়ছে দেশটির জনগণের মধ্যেও ততই ভয় আর হতাশাও বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গৃহযুদ্ধের মুখে থাকা বিশ্বের নবীনতম স্বাধীন দেশ দক্ষিণ সুদানের নাগরিকদের রক্ষায় গোলযোগপূর্ণ অঞ্চলগুলোতে আরও শান্তিরক্ষী পাঠানোর কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিউম্যানিটারিয়ান সমন্বয়ক টবি ল্যানজার বলেন, বোর এলাকায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।
জোরালো পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ওবামার
দক্ষিণ সুদানে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের পরও বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় প্রয়োজনে সেখানে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটিতে আরও শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘের অঙ্গীকারের প্রেক্ষাপটে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, বিদ্রোহীদের দখল করা বোর নগরীতে যাওয়ার সময় মার্কিন সেনারা শনিবার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলার শিকার হন। আটকেপড়া মার্কিন নাগরিকদের উদ্ধারে ৪৬ মার্কিন সৈন্যের একটি দল দক্ষিণ সুদান এসেছে। কংগ্রেসে পাঠানো এক চিঠিতে ওবামা বলেন, দক্ষিণ সুদানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের দূতাবাসসহ মার্কিন নাগরিক ও সম্পদ রক্ষায় প্রয়োজনে আমি আরও পদক্ষেপ নেব।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ