Home / আন্তর্জাতিক / বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র : মজীনা

বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র : মজীনা

বাংলাদেশে কোনো সংঘাত-সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা মঙ্গলবার বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তার সরকারের অবস্থান তুলে ধরেন।

মজীনা বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতে এখন সময় খুবই কম। এরই মধ্যে এ বিষয়টি জটিল হয়ে গেছে। গঠনমূলক সংলাপের মাধ্যমে কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং সংঘাত এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেটাই চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে কোনো সংঘাত প্রত্যাশিত নয়।

তিনি আরও বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র চায় রাজনৈতিক সংকটের নিরসন করে বাংলাদেশ এগিয়ে যাক।

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ড্যান মজীনা। মঙ্গলবার দুপুরে পৌঁনে ২টার দিকে বনানীস্থ সেতুবিভাগ কার্যালয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

একাদশ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে জবাবে মজীনা বলেন, এ বিষয়টি বড় নয়। দুই প্রধান দল একমত হলে যেকোনো কিছুই সম্ভব।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ