Home / আইন / দেবযানী বিতর্কের নতুন মোড়

দেবযানী বিতর্কের নতুন মোড়

নতুন দিকে মোড় নিয়েছে দেবযানী বিতর্ক। ভারতীয় এই কূটনীতিকের জাতিসংঘে চাকরিতে আমেরিকার অনুমোদন লাগবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

সোমবার জাতিসংঘের মুখপাত্র’র কার্যালয় থেকে জানানো হয়, দেবযানী খোবরাগাড়ের নিয়োগের সব প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমেরিকা থেকে তার হস্তান্তরের কাগজপত্র অনুমোদন করতে হবে। দেবযানীর বিরুদ্ধে ভিসা জালিয়াতির যে অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে তাকে ১০ বছরের কারাদণ্ড ভোগ করা লাগতে পারে।

গত ১৩ ডিসেম্বর গ্রেফতার হন আমেরিকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। ভিসা জাল এবং পরিচারিকার বেতন বাবদ মিথ্যা তথ্য দেয়ায় তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, দেবযানীকে বিবস্ত্র করে তল্লাশী চালানোর পর তাকে মাদকাসক্তদের সঙ্গে একই সেলে রাখা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

এই ঘটনায় ওয়াশিংটন-দিল্লি কূটনৈতিক সম্পর্কে ঝড় ওঠে। আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় ভারতে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেবযানীকে আমেরিকা থেকে জাতিসংঘে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। সূত্র: ডন।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ