বিশ্বে প্রথমবারের মতো সফলভাবে কৃত্রিম হৃৎপিণ্ড সংযোজন সম্পন্ন হয়েছে। একটি ফরাসি প্রতিষ্ঠান ক্যারমেটের তৈরি করা হৃদপিণ্ড ৭৫ বছর বয়স্ক এক ব্যক্তির দেহে সংযোজন করা হয়েছে। এর ফলে লোকটি আরো পাঁচ বছর বাঁচবেন বলে ধারণা করা হচ্ছে।
হৃৎপিণ্ডটি চলবে লিথিয়াম-আয়ন ব্যাটারির শক্তিতে। এটা দেহের বাইরে ধারণ করা যাবে।
কৃত্রিম হৃৎপিণ্ডটি লাগানো হয়েছে প্যারিসের পম্পিডো হাসপাতালে। এতে জৈব উপাদান ব্যবহার করায় দেহের একে প্রত্যাখ্যান করার সম্ভাবনা খুবই কম।
কৃত্রিম হৃৎপিণ্ডটি রোগাক্রান্ত হৃৎপিণ্ডের বদলে লাগানো যাবে। এটি প্রায় পাঁচ বছর কাজ করবে। আগের কৃত্রিম হৃদপিণ্ড প্রধানত সাময়িকভাবে ব্যবহৃত হতো।
চিকিৎসকেরা জানিয়েছেন, যে রোগীটির দেহে কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো হয়েছে, তিনি অস্ত্রোপচারের পর সঠিকভাবেই জেগেছেন।
কৃত্রিম হৃৎপিণ্ডটির ওজন এক কিলোগ্রামেরও কম, যা স্বাস্থ্যবান দেহের হৃৎপিণ্ডের চেয়ে তিনগুণ বেশি ওজনবিশিষ্ট। তবে, এর একটির দাম পড়বে আড়াই লক্ষ ডলার।
একই হাসপাতালে অরও ৪জন রোগী এই হৃৎপিন্ড সংযোজনের অপেক্ষায় আছেন।