আমেরিকার নিউইয়র্কে গাড়িচাপায় নুশাত নাহিয়ান (৮) নামের বাংলাদেশী এক শিশু নিহত হয়েছে। স্থায়ী সময় শুক্রবার সকালে নিউইয়র্কের নর্দার্ন ব্লুবার্ডে বড় বোন নওশিন জাহানের সঙ্গে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পণ্যবাহী একটি ট্রাক মোড় নেয়ার সময় স্কুলগামী নাহিয়ানকে চাপা দেয়। তৃতীয় গ্রেডের শিক্ষার্থী নাহিয়ানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। চালককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত নাহিয়ান প্রবাসী মো. ওসমান মিয়ার একমাত্র ছেলে। মাত্র দুই মাস আগে ওসমান পরিবার অভিবাসী হয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় যায়।