Home / আন্তর্জাতিক / দক্ষিণ সুদানে সেনা সংঘর্ষ, নিহত ৫০০

দক্ষিণ সুদানে সেনা সংঘর্ষ, নিহত ৫০০

দক্ষিণ সুদানে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার পর সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪০০ থেকে ৫০০ ব্যক্তি মারা গেছে। জাতিসংঘের একজন কর্মকর্তা এ খবর দিয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রধান হার্ভে ল্যাডসুস নিরাপত্তা পরিষদে বলেছেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবায় প্রতিদ্বন্দ্বী সেনা সদস্যের মধ্যে সংঘর্ষে নিহত অন্তত ৫০০ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

জাতিসংঘের এ কর্মকর্তা জানান, সংঘর্ষে ৮০০ ব্যক্তি আহত হয়েছে। সংঘর্ষ হয়েছে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিরোধী নেতা রিয়েক মাচারের অনুগত সেনাদের মধ্যে।

হার্ভে ল্যাডসুস জানান, জুবার হাসপাতাল সূত্র থেকে হতাহতের এ সংখ্যা পাওয়া গেছে তবে জাতিসংঘের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তিনি জানান, জুবার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং যেকোনো সময় গোষ্ঠীগত সংঘাত শুরু হতে পারে। এছাড়া, এরইমধ্যে জুবার জাতিসংঘ দপ্তরে অন্তত ১,৫০০ মানুষ আশ্রয় নেয়ার চেষ্টা করছে।

রোববার থেকে এ সংঘর্ষ শুরু হয় এবং এখনো সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে।

সূত্র: আইআরআইবি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ