Home / আন্তর্জাতিক / উত্তর কোরিয়ায় কিম জং ইলের মৃত্যুবার্ষিকী পালিত

উত্তর কোরিয়ায় কিম জং ইলের মৃত্যুবার্ষিকী পালিত

kim jong ilউত্তর কোরিয়ার সাবেক নেতা প্রয়াত কিম জং ইলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে দেশটির জনগণ। বর্তমান নেতা কিম জং উন মঙ্গলবার দেশের সাবেক নেতা ও পিতা কিম জং ইলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ হাজারখানেক কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন। গত সপ্তাহে কিম জং উনের ফুফা ও দেশটির অঘোষিত দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের পর এই অনুষ্ঠান হল। বিবিসি, আলজাজিরা।
উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইলের স্মরণসভাটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। এতে দেখা যায়, দেশটির নেতা কিম জং উন পিয়ং-ইয়ংয়ে এক অডিটরিয়ামে প্রবেশ করছেন। শীর্ষ সামরিক, দলীয় ও সরকারি কর্মকর্তাদের ভিড়ে অডিটরিয়ামটি ঠাসা ছিল। স্মরণসভায় ইলের দেখানো পথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়। স্মরণসভার আগে ইলের আত্ম?ার প্রতি শ্রদ্ধা জানায় সেনাবাহিনী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রয়াত নেতা কিম জং ইলের সমাধিতে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার নেতৃত্বে শীর্ষস্থানীয় নেতারা শ্রদ্ধা জানানোর পর সেখানে দেশটির মানুষের ঢল নামে। স্মরণসভার ভাষণে রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম বলেন, আমাদের সব জনগণ ও সৈন্যদের অত্যন্ত শ্রদ্ধেয় মহান নেতা কিম জং ইল আমাদের আকস্মিকভাবে ছেড়ে যাওয়ার পর দুই বছর হয়ে গেল। তিনি বলেন, আমাদের জনগণ এবং সৈন্যরা গত দুই বছর ধরে প্রাণপণ প্রচেষ্টায় আমাদের মহান নেতাকে (কিম জং ইল) অত্যন্ত শ্রদ্ধার আসনে বসিয়ে বিজয় অর্জন করেছেন। প্রসঙ্গত, ২০১১ সালের ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার প্রায় দুই দশকের শাসক কিম জং ইলের মৃত্যু হয়। রাষ্ট্রদোহিতা ও দুর্নীতির অভিযোগে কিম জং উনের ফুপা ও উপদেষ্টা জাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক দিন পর এই স্মরণসভার অনুষ্ঠানটি হল।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ