Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজয় অনুষ্ঠানে মারধর

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজয় অনুষ্ঠানে মারধর

মারধরের ঘটনা ঘটে ভণ্ডুল হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজয় দিবসের অনুষ্ঠান। এ সময় একজনের নাক ফেটে যায় এবং অন্য একজনের চোখে-মুখে প্রচণ্ড আঘাত লাগে। মারধরে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলাম এবং এর শিকার হয়ে রক্তাক্ত উপদেষ্টা সাইফুল ইসলাম রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ মারধরের পেছনে ভূমিকা পালন করেছে চরম অন্তঃকোন্দল। স্থানীয় সময় ১৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকালে) আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলাম ও সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এ সময় উভয় পক্ষে হাতাহাতি, পরে মারধরের ঘটনা ঘটে। এতে উপদেষ্টা সাইফুল ইসলাম রহিমসহ দুজন মারধরের শিকার হয়ে রক্তাক্ত হন। ঘটনার সময় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি এম ফজলুর রহমান ছিলেন কিংকর্তব্যবিমূঢ়। তারা আনুষ্ঠানিকভাবে সভা শুরু করার আগেই এমন পরিস্থিতির উদ্ভব হওয়ায় পুলিশ এসে সবাইকে সভাস্থল থেকে তাড়িয়ে দেয়। ফলে বিজয় দিবসের অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। এর আগেও গত ছয় মাসে আরও পাঁচবার মারধরের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ