সৌদি আরবে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফের আস-সালামা এলাকায় একটি রাস্তার পাশের নর্দমার ভেতর থেকে পবিত্র কুরআনের অন্তত ৫০টি কপি উদ্ধার করা হয়েছে।
আস-সালামা এলাকার একজন অধিবাসী নর্দমার ভেতর প্রচুর কুরআন শরীফ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সৌদি আরবের শরীয়া পুলিশ সেখান থেকে অন্তত ৫০ কপি কুরআন উদ্ধার করে। কুরআনের কপিগুলো পানি ও কাদায় ভিজে গিয়েছিল।
পবিত্র কুরআন উদ্ধারের ঘটনার এ ছবি ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন কোটি কোটি মুসলমান। তারা বলছেন, ইসলাম আবির্ভাবের দেশটিতে পবিত্রতম গ্রন্থের এ ধরনের অবমাননা কাম্য নয়।
কিছুদিন আগে সৌদি আরবের মার্কেটগুলোতে এক ধরনের স্পোর্টস জুতা বিক্রি হচ্ছিল যাতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা ছিল।
এ ছাড়া, কয়েক মাস আগে সৌদি আরবের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় একটি কম্পিউটার গেম বাজারে বিক্রির অনুমতি দিয়েছিল যাতে পবিত্র কুরআনকে গুলি করার সুযোগ (অপশন) রয়েছে। ওই গেইমটি ব্যাপকভাবে শিশুদের হাতে চলে যাওয়ার পর তীব্র প্রতিবাদের মুখে সেটি বাজার থেকে গুটিয়ে নেয়া হয়।