Home / আন্তর্জাতিক / দ্বিতীয় ‘ইন্ডিয়ান আইডল’ স্বন্দীপ আচার্য আর নেই!

দ্বিতীয় ‘ইন্ডিয়ান আইডল’ স্বন্দীপ আচার্য আর নেই!

দ্বিতীয় ‘ইন্ডিয়ান আইডল’ স্বন্দীপ আচার্য আর নেই। রবিবার ভারতের হরিয়ানার গুরুগাও হাসপাতালে মারা যান স্বন্দীপ। ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হন সন্দীপ।

২৯ বছর বয়সী এ গায়কের জন্ম ভারতের রাজস্থানে। বেশ কয়েকমাস ধরেই জন্ডিসে ভুগছিলেন তিনি। স্বাস্থ্যের ব্যাপারে খুবই উদাসীন ছিলেন স্বন্দীপ। তাই এ বিষয়টিকেও খুব একটা গুরুত্ব দেননি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজস্থানের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো বেশি অবনতি হওয়ায় পরে তাকে গুরুগাওয়ে নেয়া হয়। রবিবার সকাল নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্দীপ।

সন্দীপের ছোট ভাই অক্ষয় বলেন, “গত রাতেও ডাক্তার বলেছিলেন, সন্দীপের অবস্থা এখন নিয়ন্ত্রণে এবং তার মধ্যে সুস্থ হয়ে ওঠার লক্ষণ স্পষ্ট। আমরাও আশা করছিলাম খুব শীঘ্রই তাকে বাড়ি নিতে পারব। কিন্তু কেউই জানত না যে তিনি আমাদের চিরতরে ছেড়ে চলে যাচ্ছেন।”

১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারিতে জন্ম নেন সন্দীপ। বিয়েও করেছেন আচার্য। তার নয় মাস বয়সী একটি মেয়ে আছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ