পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গতকাল জামিন পেয়েছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তার জামিন মঞ্জুর করেন ভারতের সুপ্রিমকোর্ট। লোকসভা নির্বাচনের আগে তার জামিনে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলে (আরজেডি) কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের ৩ অক্টোবর থেকে ৭০ দিন রাঁচির বিড়শা মুণ্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন লালু প্রসাদ যাদব। এর আগে অবশ্য এক বছর জেলে কাটিয়েছেন তিনি। এ ঘটনায় আটক বিহারের আরেক সাবেক মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রসহ ৩৭ জন আগেই জামিন পেয়েছেন। এদিকে সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী কপিল সিব্বল। যাদবের স্ত্রী বিহারের সাবেক মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থার কথা জানিয়েছেন। এর আগে রাঁচি আদালত লালু প্রসাদ যাদবকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। এনডিটিভি।