Home / আন্তর্জাতিক / কিয়েভে লেনিনের মূর্তি ভাঙচুর

কিয়েভে লেনিনের মূর্তি ভাঙচুর

ফের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউক্রেন। কিয়েভে বিক্ষোভরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থকরা রোববার সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভেঙে ফেলেছে। রাশিয়ার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ জোট বাঁধার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। এএফপি।
ইউক্রেনের ওপর রাশিয়ার প্রভাব কমাতে এবং জোটের বিরোধিতা করে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা। এর ধারাবাহিকতায় রোববার কিয়েভ স্বাধীনতা চত্বরে বিক্ষোভ করে সরকারবিরোধীরা। কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশ নেয়। একপর্যায়ে সেখানে থাকা লেনিনের একটি মূর্তি ভেঙে ফেলে তারা। বিক্ষোভের মুখে গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ঘোষণা দেয় ইউক্রেন সরকার। এএফপির খবরে বলা হয়, বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ সরকারের অচলাবস্থায় ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে একটি নতুন বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ ক্রেমলিনের চাপে ইইউর সঙ্গে একটি চুক্তি নাকচ করার প্রতিবাদে বিক্ষোভকারীরা কিয়েভের প্রাণকেন্দ্রে অবস্থিত ইনডিপেনডেন্স স্কয়ারে জমায়েত হয়েছে। ২০০৪ সালের অরেঞ্জ রেভল্যুশনের পর থেকে এটাই ইউক্রেনে সংঘটিত সবচেয়ে বড় প্রতিবাদ। প্রতিবাদকারীরা ৩.৪ মিটার (১১ ফুট) দীর্ঘ লেনিনের মূর্তির গলায় দড়ি বেঁধে টেনেহিঁচড়ে ভেঙে ফেলে। বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন মুখোশ পরেছিল। এ সময় অনেকের হাতে উগ্র-জাতীয়তাবাদী সবোদা (মুক্তি) পার্টির পতাকা ছিল। এ সময় তারা চিত্কার করে বলে ‘এই কমিউনিস্টকে ফাঁসিতে ঝোলাও’। প্রায় ১ হাজার ৫০০ বিক্ষোভকারী ইউক্রেনের জাতীয় পতাকা ও যুদ্ধকালীন কমিউনিস্ট বিরোধী ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মির লাল-কালো ব্যানার টানায়। পুলিশ এই ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ