Home / আন্তর্জাতিক / থাইল্যান্ডে নির্বাচনের ঘোষণা ২ ফেব্রুয়ারি

থাইল্যান্ডে নির্বাচনের ঘোষণা ২ ফেব্রুয়ারি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সরকার জানিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে বিক্ষোভকারীরা নির্বাচন ‘গণ পরিষদ’-এর অধীনে করতে চায়।

থাইল্যান্ডে গত মাস থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে৷ ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ চালাচ্ছেন। এ অভিযোগে শুরু হয় সরকার বিরোধী গণবিক্ষোভ। চলমান রাজনৈতিক সঙ্কটে ইংলাক পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হল। সূত্র: বিবিসি।

আজকের নিউজ আপনাদের জন্য নতুন রুপে ফিরে এসেছে। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। - আজকের নিউজ